সিরিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। এ প্রেক্ষিতে তিনি সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) এবং উত্তর ইরাকের কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) বিরুদ্ধে সেনাবাহিনীকে অভিযান চালানোর নির্দেশ দেন।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরাকের ‘প্যাট্রিয়টিক ইউনিয়ন অফ কুর্দিস্তান’ দলটি বর্তমানে সন্ত্রাসী গোষ্ঠী ‘পিকেকে’-কে সহায়তা দিচ্ছে। সম্প্রতি তারা ফ্রান্স থেকে হেলিকপ্টার কিনে সন্ত্রাসী গোষ্ঠীটিকে প্রদান করেছে। যেহেতু উত্তর ইরাকের আকাশসীমা মার্কিন নিয়ন্ত্রণে রয়েছে, তাই তারা এ বিষয় সম্পর্কে অবগত।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকর ইতিপূর্বে বলেছিলেন, তুর্কি সেনাবাহিনী দৃঢ়তার সাথে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। শেষ সন্ত্রাসী নির্মূল না হওয়া পর্যন্ত এ অভিযান চলতে থাকবে।
২০১৬ সাল থেকে এ পর্যন্ত তুরস্ক সিরিয়ায় মোট চারটি সামরিক অভিযান পরিচালনা করেছে।
উল্লেখ্য, ৩৫ বছরেরও বেশি সময় ধরে পিকেকে তুরস্কের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তুরস্ক, আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন পিকেকে-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করেছে। মহিলা ও শিশুসহ ৪০ হাজারেরও বেশি মানুষের মৃত্যুর জন্য দায়ী করা হয় এ সংগঠনকে। ওয়াইপিজি হল এ গোষ্ঠীর সিরিয়ার শাখা।
সূত্র: মিডল ইস্ট মনিটর











