সোমবার, এপ্রিল ১৪, ২০২৫

সিরিয়া পুনর্গঠনে পাশে থাকার আশ্বাস আজারবাইজানের

যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া পুনর্গঠনে সক্রিয়ভাবে সহায়তার আশ্বাস দিয়েছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। সিরিয়ায় শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার যে উদ্যোগ চলছে, তাতে সম্পৃক্ত হওয়ার কথাও জোরালোভাবে প্রকাশ করেছেন তিনি।

তুরস্কে অনুষ্ঠিত অ্যান্টালিয়া কূটনৈতিক ফোরাম ২০২৫ এর সাইডলাইনে সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে এই ঘোষণা দেন তিনি।

আজারবাইজানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার সূত্রে জানা গেছে, প্রেসিডেন্ট আলিয়েভ ও সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারার মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক আলোচনায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কের নবযাত্রা নিয়ে আশাবাদ প্রকাশ করা হয়।

আলোচনায় আলিয়েভ জানান, সিরিয়ায় সাম্প্রতিক ইতিবাচক পরিবর্তনের পরই দামেস্কে আজারবাইজানের দূতাবাস পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

বৈঠকে সিরিয়া, তুরস্ক ও আজারবাইজানের মধ্যকার ত্রিপক্ষীয় সহযোগিতার ভবিষ্যৎ রূপরেখা নিয়েও আলোচনা হয়। এই তিন দেশের মধ্যে উন্নয়ন, পুনর্গঠন এবং বাণিজ্যিক সম্ভাবনা ঘিরে একটি নতুন অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে উভয় রাষ্ট্রপ্রধান একমত হন।

এছাড়াও, দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সরকারি ও ব্যবসায়িক প্রতিনিধিদের সফর বিনিময় সহজতর করতে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

বৈঠকের শেষ পর্যায়ে, প্রেসিডেন্ট আলিয়েভ সিরিয়ার প্রেসিডেন্ট আবু মুহাম্মাদ আল জুলানিকে আজারবাইজানের রাজধানী বাকু সফরের জন্য একটি আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান, যা দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: আজার নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img