শুক্রবার | ৩০ জানুয়ারি | ২০২৬
spot_img

ভারতজুড়ে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভ

হিন্দুত্ববাদী বিজেপি সরকারের প্রস্তাবে পাশ হওয়া ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে ভারতজুড়ে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের আহ্বানে এসব বিক্ষোভে অংশ নিয়েছে হাজার হাজার মানুষ।

আজ রোববার (১৩ এপ্রিল) ভারতের পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ত্রিপুরাসহ দক্ষিণ ভারতের বিভিন্ন স্থানে বিতর্কিত ওই আইনের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ দেখিয়েছে বিক্ষোভকারীরা।

ঝাড়খণ্ডের গাড়োয়া জেলায় সংখ্যালঘু অধিকার ফোরামের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দেখায় আয়োজকরা।

এতে অংশ নিয়ে সাবেক মন্ত্রী মিথিলেশ ঠাকুর বলেন, ওয়াকফ সম্পত্তির উপর মুসলিম সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার রয়েছে। এই বিলের মাধ্যমে আইনকে ধ্বংস করছে সরকার।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিলটি প্রত্যাহার না করা হলে দেশব্যাপী আন্দোলন ছড়িয়ে পড়তে পারে।

সূত্র: দ্য সিয়াসত ডেইলি

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ