মঙ্গলবার, এপ্রিল ১৫, ২০২৫

গাজ্জায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে পটিয়া মাদরাসার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গাজ্জায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে চট্টগ্রামের জামিয়া ইসলামিয়া পটিয়া মাদরাসার ব্যবস্থাপনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ এপ্রিল) যোহরের নামাজের পর মাদরাসা মসজিদ থেকে মিছিলটি বের হয়।

পরে তা পটিয়া পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পটিয়া ডাকবাংলোর মোড়ে এসে সমাবেশে মিলিত হয়।

পটিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা কাজী আখতার হোসেন আনোয়ারীর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, জামিয়ার সিনিয়র শিক্ষক মাওলানা জাফর সাদেক, মুফতী মানজুর সিদ্দিকী ও মাওলানা আলী আকবর প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজ্জায় নিরস্ত্র মানুষ ও শিশুদের ওপর ইসরায়েলি বাহিনী যে নৃশংস গণহত্যা চালাচ্ছে, তা ইতিহাসে নজিরবিহীন। জাতিসংঘ বর্বর ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিয়ে নীরব ভূমিকা পালন করছে। তারা ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার এবং বাংলাদেশে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান।

মাওলানা কাজী আখতার হোসেন আনোয়ারীর দোয়ার মাধ্যমে সমাবেশ সমাপ্ত করা হয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img