বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

পাওনাদারদের চাপ সহ্য করতে না পেরে রাজধানীর যাত্রাবাড়ীতে এক ব্যক্তির আত্মহত্যা

রাজধানীর যাত্রাবাড়ীতে ঋণগ্রস্ত হয়ে পাওনাদারদের চাপে শরীফ আলম খান (৫২) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শুক্রবার (১২) রাত দুইটার দিকে যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

এ ব্যাপারে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এস আই) আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন, গতকাল (শুক্রবার) সন্ধ্যায় খবর পেয়ে আমরা যাত্রাবাড়ী বিবির বাগিচা এলাকার একটি বাসা থেকে ওই ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে রাতে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠাই।

তিনি বলেন, ওই ব্যক্তি নিজেই সমিতির ব্যবসা করতেন। বিভিন্ন জনের কাছ থেকে টাকা এনে তিনি অন্যদের ঋণ দিতেন। কিন্তু সেই পাওনাদারদের ঋণের টাকা পরিশোধ করতে না পারায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে তার পরিবার। তার বাড়ি জামালপুর জেলার সদর থানা এলাকায়।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img