মঙ্গলবার, মে ১৩, ২০২৫

এরদোগানের অনুরোধে সিরিয়ার উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা ভাবছেন ট্রাম্প

spot_imgspot_img

সিরিয়ার ওপর থেকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, দেশটিকে একটি “নতুন সূচনা” দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সোমবার (১২ মে) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে কথা বলেছেন ট্রাম্প।

তিনি বলেন, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান তাঁর কাছে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ করেছেন।

ট্রাম্প বলেন, “আমরা সিদ্ধান্ত নিতে যাচ্ছি এই নিষেধাজ্ঞাগুলো নিয়ে, এবং সম্ভবত আমরা সেগুলো তুলে নিতে পারি। প্রেসিডেন্ট এরদোয়ান আমাকে অনুরোধ করেছেন, অনেকেই অনুরোধ করেছেন।”

তিনি আরো বলেন, “আমরা যেভাবে তাদের নিষেধাজ্ঞার মধ্যে রেখেছি, তাতে তাদের নতুন করে শুরু করার সুযোগ নেই। আমরা দেখতে চাই কীভাবে তাদের সাহায্য করা যায়।”

ট্রাম্পের এই মন্তব্য আসে এমন এক সময়ে, যখন পশ্চিমা বিশ্ব সিরিয়ার পুনর্গঠন প্রক্রিয়ায় নিষেধাজ্ঞা শিথিল করার দিকেই অগ্রসর হচ্ছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন যে, ইউরোপীয় ইউনিয়ন ধাপে ধাপে সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। প্যারিসে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারাআর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ বলেন, “আমরা একটি রাজনৈতিক ও অর্থনৈতিক সহায়তা কাঠামো গড়ে তুলতে চাই যাতে সিরিয়ার স্থিতিশীলতা নিশ্চিত হয়।”

বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে নতুন কূটনৈতিক বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে।

সূত্র: আনাদোলু নিউজ এজেন্সি

সর্বশেষ

spot_img
spot_img
spot_img