গাজ্জা গণহত্যায় বিশ্বের নিরব ভূমিকার নিন্দা জানিয়েছে বিশ্ব চলচ্চিত্রের শত শত তারকা।
মঙ্গলবার (১৩ মে) মিডল ইস্ট মনিটরের খবরে একথা জানানো হয়।
খবরে বলা হয়, বিশ্ব চলচ্চিত্রের শত শত তারকা গাজ্জায় চলমান গণহত্যা নিয়ে বিশ্বের নিরব ভূমিকার নিন্দা জানিয়ে একটি উন্মুক্ত চিঠি প্রকাশ করেছেন। চিঠিটি ফরাসি পত্রিকা লিবেরাসিয়নে আজ প্রকাশিত হয়েছে, যা কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনের দিন ছাপা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, “শিল্পী ও সংস্কৃতি অঙ্গনের সদস্য হিসেবে গাজায় গণহত্যা চলাকালীন আমরা নিরব থাকতে পারি না।”
তারা আরও বলেন, “এই নিষ্ক্রিয়তায় আমরা লজ্জিত।”
এই চিঠিতে ৩৮০ জনেরও বেশি আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনের ব্যক্তিত্বরা স্বাক্ষর করেন। এতে ফটোসাংবাদিক ফাতিমা হাসুনার প্রতি শ্রদ্ধাও জানানো হয়, যিনি এপ্রিলের মাঝামাঝি সময়ে ইসরাইলী বিমান হামলায় শহীদ হোন।
স্বাক্ষরকারীদের মধ্যে পেদ্রো আলমোডোভার, সুসান সারান্ডন এবং রিচার্ড গিয়ারের মতো প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্বরাও রয়েছেন।
এছাড়া ফাতিমা হাসুনার স্মরণে তাকে নিয়ে তৈরি একটি প্রামাণ্যচিত্র বিশ্বের প্রসিদ্ধ ফরাসি চলচ্চিত্র উৎসবটিতে প্রদর্শনের জন্য নির্ধারিত হয়।
বিশ্ব চলচ্চিত্র তারকা ও ব্যক্তিত্বদের বার্তাটি এমন সময়ে এসেছে যখন একটি আন্তর্জাতিক প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে যে, গাজ্জার সকল জনগণ দীর্ঘ অনাহার ও তীব্র মাত্রার ক্ষুধার ফলে আকস্মিক মৃত্যু ঝুঁকিতে রয়েছে। প্রায় পাঁচ লাখ মানুষ ভয়াবহ খাদ্য সংকটে ভুগছেন। যা বিশ্ব খাদ্য নিরাপত্তার এযাবতকালের সর্বোচ্চ মাত্রার সংকট।
খাদ্য নিরাপত্তার প্রতিবেদনটি প্রকাশ করেছে ইনটিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (IPC), যা জাতিসংঘ-সংশ্লিষ্ট ১৭টি মানবিক সংস্থা এবং আন্তর্জাতিক এনজিও’র যৌথ প্রচেষ্টা।
প্রতিবেদনটিতে খাদ্য নিরাপত্তা পরিস্থিতির অবনতির জন্য ইসরাইলের গাজ্জায় চলমান ইসরাইলের ধারাবাহিক নৃশংস ও বর্বর সামরিক হামলা, গাজ্জা উপত্যকাকে সম্পূর্ণরূপে অবরুদ্ধ করে রাখা, সীমান্ত পারাপার বন্ধ রাখা এবং গাজায় খাদ্য ও ওষুধ প্রবেশে বাধা সৃষ্টি করাকে দায়ী করা হয়।