গত রবিবার (১১ জুন) ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান ও কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ বিন আবদুর রহমান আল ছানির মধ্যে এক ফোনালাপ অনুষ্ঠিত হয়। এ ফোনালাপে তেহরান ও দোহার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার ইচ্ছা প্রকাশ করেছেন উভয়েই।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এ ফোনালাপে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও আঞ্চলিক উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন।
বিবৃতিতে আরো বলা হয়েছে, এই মুহূর্তে দুই দেশের সরকার ‘ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ’ সম্পর্ক উপভোগ করছে।
বিবৃতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কাতার সরকারের ‘ইতিবাচক ও গঠনমূলক’ প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান।
বিবৃতি অনুযায়ী, কাতারের পররাষ্ট্রমন্ত্রী দুই সরকারের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন। এছাড়াও তেহরান দোহা সম্পর্কের উন্নতির জন্য আলোচনা অব্যাহত রাখার ইচ্ছা প্রকাশ করেছেন।
উল্লেখ্য; ২০১৭ সালে ইরান-কাতার ঘনিষ্ঠ সম্পর্কের উপর ভিত্তি করে কাতারের উপর নিষেধাজ্ঞা আরোপ করে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিসর। তাদের বিরুদ্ধে কট্টরপন্থী গোষ্ঠীগুলোকে সমর্থনের অভিযোগ আনা হয়। তবে সৌদি জোটের এসব অভিযোগ অস্বীকার করে কাতার।
সূত্র: মিডল ইস্ট মনিটর










