বুধবার | ১৪ জানুয়ারি | ২০২৬
spot_img

তুর্কি-আফগান রেললাইন উদ্বোধন; ইউরোপের সাথে রেলপথে যুক্ত হল আফগানিস্তান

আফগান-তুরস্ক আন্তর্জাতিক রেললাইনের মাধ্যমে ইউরোপের দুয়ার খুলতে সক্ষম হয়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। গত বুধবার আফগানিস্তানের হেরাতে এই আন্তর্জাতিক রেলযোগাযোগের উদ্বোধন করা হয়।

এই রেলপথে বাণিজ্যিক পণ্য আনা-নেওয়ার কাজ করা হবে। এটি হেরাত প্রদেশের রোজনিক স্টেশন থেকে ইরান হয়ে সরাসরি তুরস্কে প্রবেশ করেছে।

আফগান রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, এই রেলপথ এখন বাণিজ্যিক পণ্য আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হলেও পরবর্তীতে যাত্রীবাহী রেলও চলাচল করবে ইনশাআল্লাহ। এজন্য পরিকল্পনা সাজানো ও পরিকল্পনার উপর পর্যালোচনা চলমান রয়েছে।

উল্লেখ্য, মূলত সড়ক পথে পুরো মুসলিম বিশ্বকে এক করার পরিকল্পনা হলো এরদোগানের ভিশন ‘তুর্কি শতাব্দীর’ অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।

গত ২২ মার্চ বুধবার আরবদের সাথে পুনরায় স্থলপথে সংযোগ স্থাপনে চুক্তি সাক্ষর করে বিলুপ্তির আগ পর্যন্ত খেলাফতের দায়িত্ব পালনকারী দেশটি।

চুক্তি সাক্ষর শেষে এক সংবাদ সম্মেলনে এরদোগান বলেছিলেন, বসরা থেকে তুর্কি সীমান্ত পর্যন্ত রেলপথ নির্মাণ ও স্থলপথে পরিবহন করিডর স্থাপনে তুর্কি সরকারের সাথে কাজ করতে সম্মত হয়েছেন ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শাইয়া আল-সুদানি।

তুরস্ককে আবার আরব উপসাগরীয় অঞ্চলের সাথে সংযুক্ত করতে এই প্রকল্পটি কার্যকরী ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদী।

আমাদের ভ্রাতৃপ্রতিম দেশগুলোও এই প্রকল্প বাস্তবায়নে আগ্রহী। কেননা প্রকল্পটি মানবিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি তুর্কি-আরব আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি এবং বাণিজ্যের বিকাশ ঘটাতেও সাহায্য করবে বলে আমরা আশাবাদী।

সূত্র: আল ইমারাহ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ