গাজ্জা উপত্যকায় গত ২৪ ঘন্টায় ১২৩ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এছাড়াও আহত হয়েছে আরো ৪৩৭ জন।
বুধবার (১৩ আগস্ট) এক বিবৃতিতে গাজ্জারর স্বাস্থ্যমন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, একদিনে ১২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে ২১ জন মারা যান ত্রাণ সংগ্রহ করতে গিয়ে।
বিবৃতিতে আরও বলা হয়, চলতি বছরের ২৭ মে আমেরিকা-ইসরাইল সমর্থিত বিতর্কিত জিএইচএফ ত্রাণকেন্দ্র থেকে সাহায্য সরবরাহ শুরু হয়। এরপর থেকে কেন্দ্রগুলোতে ত্রাণ নিতে গিয়ে ইসরাইলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ৮৫৯ জনে পৌঁছেছে। আহত হয়েছে ১৩ হাজার ৫৯৪ জনের বেশি মানুষ।
এদিকে, একদিনে গাজায় অনাহারে আরো আটজন মারা গেছেন। এদেরমধ্যে তিনজনই শিশু। এ নিয়ে অনাহারে মৃতের সংখ্যা ২৩৫ জনের দাঁড়ালো। যার মধ্যে শিশুর সংখ্যা ১০৬ জন।











