সুষ্ঠু ভোটের নিশ্চয়তা না থাকলে নির্বাচন না দিতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
তিনি বলেন, সুষ্ঠু ভোটের গ্যারান্টি না থাকলে নির্বাচন না দেওয়ার দাবি জানিয়েছি সিইসিকে। নয়তো বিগত সিইসিদের মতো পরিণতি হবে। অবশ্যই জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে হবে। যেনতেন নির্বাচন নয়। কোনো দলকে একতরফা সুযোগ দেওয়া যাবে না।
বুধবার (১৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি।
গাজী আতাউর রহমান জানান, সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে হলে যে কোনো সময় নির্বাচনে রাজি তার দল। জুলাই সনদ দেওয়ার আগেই নির্বাচনের তারিখ ঘোষণা করে প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যমত্য কমিশনকে প্রশ্নবিদ্ধ করেছেন বলেও অভিযোগ করেন তিনি।
সিইসিকে সুষ্ঠু নির্বাচনের বার্তা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচন যাতে জুলাই সনদের ভিত্তিতে হয়। বিদ্যমান নির্বাচন পদ্ধতি পরিবর্তন করে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। স্থানীয় নির্বাচনের আইন নিয়ে কোনো উদ্যোগ নেই। জুলাই সনদের আগেই নির্বাচনের তারিখ ঘোষণা করে প্রধান উপদেষ্টা সনদকে প্রশ্নবিদ্ধ করেছেন।
পিআর এখন গণদাবি উল্লেখ করে তিনি আরও বলেন, সর্বাত্মকভাবে চেষ্টা করবো। সংসদের নিম্নকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন আগে হতে হবে। পরিবেশের উপর নির্ভর করবে ইসলামী আন্দোলন নির্বাচনে যাবে, কি যাবে না। নির্বাচন ডিসেম্বরেও হতে পারে, পিআর পদ্ধতিতে হলে যেকোনো সময় নির্বাচনে রাজি ইসলামী আন্দোলন।









