সুইদা প্রদেশে সাম্প্রতিক সংঘাতে ইসরাইলের সম্পৃক্ততার তীব্র সমালোচনা করেছেন এবং সিরিয়ার কুর্দি সশস্ত্র গোষ্ঠী ওয়াইপিজিকে অবিলম্বে তুরস্ক ও অঞ্চলের জন্য হুমকি তৈরি বন্ধ করার আহ্বান জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
তিনি বলেন, ওয়াইপিজির প্রতি আমার আহ্বান হলো, তারা যেন অবিলম্বে তুরস্ক ও পুরো অঞ্চলের জন্য হুমকি হিসেবে নিজেদের অবস্থান থেকে সরে যায় এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যেসব সন্ত্রাসীকে একত্র করেছে, তাদেরকেও সরিয়ে দেয়।
বুধবার (১৩ আগস্ট) আঙ্কারায় সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল-শায়বানির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ আহআব
হাকান ফিদান সতর্ক করে দিয়ে বলেন, এ পর্যায়ে আমরা এমন কিছু অগ্রগতি দেখতে পাচ্ছি, যা আর সহ্য করার মতো নয়। আমরা দেখছি, সংগঠনের সদস্যরা এখনো সিরিয়া ত্যাগ করেনি। তারা যেন এটা না ভাবে যে আমরা বিষয়টি দেখতে পাচ্ছি না।
তিনি বলেন, যে পরিবেশে (সিরিয়ায়) তুরস্কের নিরাপত্তা চাহিদা পূরণ হচ্ছে না, সেখানে আমাদের নিশ্চিন্তে থাকার কোনো সুযোগ নেই।
সাম্প্রতিক সুইদা সহিংসতার বিষয়ে ইসরাইলকে দায়ী করে তিনি আরও বলেন, সুইদা ঘটনার এই অন্ধকার চিত্রের অন্যতম প্রধান অভিনেতা হিসেবে ইসরাইলের নাম উঠে এসেছে।
ফিদান বলেন, নতুন সিরিয়া এমন একটি দেশ হওয়া উচিত, যেখানে সব জনগোষ্ঠী, সব বিশ্বাস ও সব সংস্কৃতি সংরক্ষিত থাকবে এবং একসঙ্গে বসবাস করতে পারবে। তুরস্ক হিসেবে আমরা এ দিকেই সুপারিশ দিচ্ছি।
সূত্র: ইয়ানি সাফাক









