মঙ্গলবার | ৯ ডিসেম্বর | ২০২৫

ভারতে বোবা, বধির ও মানসিক প্রতিবন্ধী তরুণীকে গণধর্ষণ; আটক ২

ভারতে বোবা, বধির ও মানসিক প্রতিবন্ধী এক তরুণীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত এ ঘটনা দুই জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৩ আগস্ট) উত্তর প্রদেশের বলরামপুর জেলা পুলিশ এঘটনায় ২জনকে আটক করে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পর গণধর্ষণের সাথে জড়িত ২ জনকে তারা গ্রেফতার করতে সক্ষম হোন। তারা হলেন, অঙ্কুর ভার্মা এবং হর্ষিত পান্ডে। অভিযানকালে তারা পুলিশের উপর চালানোয় এনকাউন্টার করে গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার (এসপি) বিকাশ কুমার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতদের উভয়ই অপরাধ স্বীকার করেছে।

ঘটনা প্রসঙ্গে এই পুলিশ সুপার বলেন, গত ১১ আগস্ট কোতোয়ালি দেহাত থানায় গণধর্ষণের একটি এফআইআর দায়ের করা হয়, যার ফলে তাৎক্ষণিক তদন্ত শুরু হয়।

এফআইআরে উল্লেখ করা হয় যে, ভুক্তভোগী তরুণী বোবা, বধির ও মানসিক প্রতিবন্ধী। মামা বাড়ি থেকে ফেরার পথে ২জন মোটরসাইকেল আরোহী তার পথ আটকে দেয়। জোর করে মোটরসাইকেলে তুলে একটি নির্জন স্থানে নিয়ে যায় এবং ধর্ষণ করে।

ভুক্তভোগী তরুণী যে পথ ধরে আসছিলেন পুলিশ তা পরিদর্শন করে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে, যা অপরাধীদের সনাক্ত করতে সাহায্য করে। ১৬ সেকেন্ডের সিসিটিভি ক্লিপে দেখা যায়, ভুক্তভোগী তরুণী খালি পায়ে এবং ব্যথিত অবস্থায় নির্জন রাস্তা ধরে দৌড়াচ্ছেন। আর দুইজন লোক মোটরসাইকেলে করে তার পিছু নিচ্ছে।

তিনি আরো জানান, “গ্রেফতার অভিযানে গেলে সংক্ষিপ্ত সময়ের জন্য তাদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। পরবর্তীতে অভিযুক্ত ২জনকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) বিশাল পান্ডে বলেন, ঘটনাস্থল তাৎক্ষণিকভাবে পরীক্ষা করে ধর্ষনের শিকার তরুণীটিকে মেডিকেল মূল্যায়নের জন্য পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে শারীরিক নির্যাতনের বিভিন্ন প্রমাণ সংগ্রহ করেছে, যা আরো বিশদভাবে পরীক্ষানিরীক্ষা করা হচ্ছে। মামলাটি অত্যন্ত গুরুত্বের সাথে পরিচালনা করা হচ্ছে এবং ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সবধরণের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ভুক্তভোগী তরুণীটি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এই ঘটনাটি অঞ্চলে ক্ষোভের সৃষ্টি করেছে। লোকজন গ্রামীণ এলাকায় নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। অপরাধী সনাক্তকরণে নজরদারি প্রযুক্তি ব্যবহারের দাবীও জানাচ্ছেন। পুলিশ আশ্বাস দিয়েছে যে, তদন্ত শেষ হলে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: মুসলিম মিরর

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img