মঙ্গলবার | ১৫ জুলাই | ২০২৫

বিদেশি প্রতিনিধিদলের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করলেন আফগানিস্তানের প্রধানমন্ত্রী

spot_imgspot_img

আফগানিস্তানের নতুন প্রধানমন্ত্রী মোল্লা মুহাম্মাদ হাসান আখুন্দের সঙ্গে সাক্ষাত করেছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী ও উপ প্রধানমন্ত্রী মুহাম্মাদ আব্দুর রহমান আল-সানী।

তালেবানের পক্ষ থেকে ‘অন্তর্বর্তী সরকার’ ঘোষণা করার পর বিদেশি প্রতিনিধিদলের সঙ্গে আফগানিস্তানের প্রধানমন্ত্রীর এটিই প্রথম বৈঠক।

রবিবার (১২ সেপ্টেম্বর) কাবুলে অবস্থিত আফগানিস্তানের প্রেসিডেন্ট প্রাসাদে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

তালেবান-এর মুখপাত্র ড. মুহাম্মাদ নাঈম বলেন, বৈঠকে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমীর খান মুত্তাকী, প্রতিরক্ষামন্ত্রী মুহাম্মাদ ইয়াকুব মুজাহিদ ও স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হক্কানী উপস্থিত ছিলেন।

ড. মুহাম্মাদ নাঈম আরও বলেন, বৈঠকে দু’পক্ষ মানবিক সাহায্য, আফগানিস্তানের উন্নয়ন কার্যক্রমের ভবিষ্যত এবং ইসলামী ইমারাতের সঙ্গে আন্তর্জাতিক সমাজের সম্পর্ক নিয়ে আলোচনা করেন। সাক্ষাতে দুঃসময়ে আফগান জনগণের পাশে থাকার জন্য কাতারের সরকার ও জনগণকে ধন্যবাদ জানান আফগান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আফগানিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মাদ হাসান আখুন্দ ও আফগান জনগণকে অভিনন্দন জানিয়েছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী আল সানী।

সূত্র: পার্সটুডে

সর্বশেষ

spot_img
spot_img
spot_img