ভারতে সড়ক দুর্ঘটনায় দুই শিশু ও দুই নারীসহ আটজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ছয়জন।
সোমবার (১৩ সেপ্টেমর) এ তথ্য জানায় পুলিশ।
জানা গেছে, ভারতের দক্ষিণাঞ্চলীয় কর্ণাটক রাজ্যের চিন্তামনি এলাকায় রবিবার সন্ধ্যায় যাত্রী বহনকারী একটি গাড়ির সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। হতাহত সকলেই শ্রমিক। তারা প্রতিবেশী অন্ধ্রপ্রদেশ রাজ্যে যাচ্ছিল।
আহতদের স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের কারো কারো অবস্থা মারাত্মক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।