বুধবার | ১৬ জুলাই | ২০২৫

আফগানিস্তানে আমেরিকার নাক-কান কাটা গেছে: সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

spot_imgspot_img

আফগানিস্তানের মাটিতে আমেরিকার নাক-কান কাটা গেছে বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস।

তিনি বলেন, আফগানিস্তানে আমেরিকার সেনাদের পরাজয়ে আমি উদ্বিগ্ন। আফগানিস্তানে আমেরিকার নাক-কান কাটা গেছে।

রোববার (১২ সেপ্টেম্বর) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

আফগানিস্তানে আগ্রাসন চালানোর ক্ষেত্রে বড় ভূমিকা পালনকারী সাবেক এই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর হামলার সময়কার চেয়ে আমেরিকা এখন বেশি নিরাপদ। আল-কায়েদাকে আফগানিস্তানের মাটি ব্যবহারের সুযোগ না দিলে তারা ২০০১ সালে যেভাবে হামলা করেছিল তা আর করতে পারবে না।

২০০১ সালে আফগানিস্তানে আমেরিকার আগ্রাসন চালানোর ক্ষেত্রে যেসব ব্যক্তি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি তার অন্যতম। ২০০৫ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত রাইস মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। মার্কিন সরকার যখন ২০০১ সালে আফগানিস্তানে আগ্রাসন চালায় তখন কন্ডোলিৎসা রাইস আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img