সোমবার | ১ ডিসেম্বর | ২০২৫

পাকিস্তানে আফগান সেনাদের পাল্টা হামলা; দেশজুড়ে আফগানদের বিজয় উল্লাস

পাকিস্তানে সফল পাল্টা হামলা চালিয়ে জনগণের প্রশংসায় ভসাছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সেনারা।

খোস্তে হাজার হাজার মানুষ পাকিস্তানের বিরুদ্ধে আফগান সৈন্যদের সমর্থন ও সাহসের প্রশংসা করার জন্য একত্রিত হয়েছে। তারা সৈন্যদের অভিনব সাহসের জন্য ফুলের মালা উপহার দিয়েছে। তারা দেশের মর্যাদা ও স্বাধীনতা রক্ষাকে সবার যৌথ দায়িত্ব হিসেবে মনে করেন।

পাকতিয়ার রাজধানী গার্দেজেও হাজার হাজার মানুষ আফগান সৈন্যদের সমর্থন এবং পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে তাদের সফল ও সাহসি পাল্টা হামলা উদযাপনের জন্য রাস্তায় নামেছেন। তারা বলেন, “আমরা আমাদের নিরাপত্তা বাহিনীর পাশে দাঁড়িয়েছি এবং যে কোনো পরিস্থিতিতেই তাদের সমর্থন করব।”

নাঙ্গরহার প্রদেশের রাজধানী জালালাবাদেও আজ বিকেলে অন্যান্য প্রদেশের মতো দেশবাসী আফগান সেনাদের বিজয় উদযাপন এবং সমর্থনের জন্য একত্রিত হবে।

এই অনুষ্ঠানে পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোর হাজার হাজার বাসিন্দা অংশ নেবে এবং পাকিস্তানের বিরুদ্ধে আফগান সেনাদের সেই বিজয় উদযাপন করবে, যা সাম্প্রতিক আধুনিক ইতিহাসে অপ্রতিদ্বন্দ্বী।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img