সোমবার | ১৫ সেপ্টেম্বর | ২০২৫

গত ৫ সপ্তাহে লেবানন থেকে সিরিয়ায় শরণার্থী হয়েছে ৩ লাখ শিশু

লেবাননে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বোমা হামলার কারণে গত ৫ সপ্তাহে দেশ ছেড়েছে প্রায় ৩ লাখ শিশু। এসব শিশুরা নিরাপদ আশ্রয়ের খোঁজে লেবানন থেকে সিরিয়ায় শরণার্থী হয়েছে, যেখানে বর্তমানে ভয়াবহ মানবিক অস্বিরতা বিরাজমান।

মঙ্গলবার (১২ নভেম্বর) এক বিবৃতিতে এ বিষয়টি জানিয়েছে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সেভ দ্যা চিলড্রেন।

বিবৃতিতে বলা হয়েছে, এসব শিশুদের মধ্যে অনেকেই পিতা-মাতা ও আত্মীয়-স্বজন ছাড়াই অচেনা মানুষদের সাথে লেবানন ছাড়ছেন। সেই সাথে রয়েছে খাদ্য সংকট। নেই ওষুধ ও প্রয়োজনীয় পানি। এছাড়া নির্যাতনের শিকার হওয়ারও ঝুঁকি রয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, প্রায় ১৩ বছর আগে সিরিয়াতে শুরু হওয়া গৃহযুদ্ধের ফলে এসব শরণার্থীরা লেবাননে আশ্রয় নিয়েছিলেন। তবে ইসরাইলি হামলার ফলে তাদের আবারও সিরিয়াতে ফিরে যেতে হচ্ছে।

জাতিসংঘ বলছে, এসব শিশুদের মধ্যে ৬০ শতাংশ আশ্রয়, খাদ্য ও পানির সংকটে ভুগছে।

উল্লেখ্য, ইসরাইলি হামলার ফলে ১২ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে যা দেশটির মোট জনগণের এক পঞ্চমাংশ।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img

এই বিভাগের

spot_img