আফিম উৎপাদনে বিশ্বের মধ্যে শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মায়ানমার।
জাতিসংঘের এক প্রতিবেদনে এ বিষয়টি নিশ্চিত করা হয়।
সংস্থাটির মতে, সামরিক জান্তা শাসিত মায়ানমারের কৃষকদের পপি চাষের লোভ দেখাচ্ছে বিভিন্ন মাফিয়া চক্র। আর অধিক লাভের আশায় এই ফাঁদে পা দিচ্ছে দেশটির অভাবগ্রস্ত কৃষকেরা।
জাতিসংঘের মতে, চলতি বছর রাষ্ট্রীয় মদদে আফিমের উৎপাদন ৩৬ শতাংশ বাড়িয়ে সর্বমোট ১ হাজার ৮০ টনে উন্নীত করবে মায়ানমার সরকার।
উল্লেখ্য, নেশাদ্রব্য হিরোইন তৈরির অন্যতম প্রধান উপাদান হলো আফিম; যা পপি ফুল থেকে আসে।
সূত্র: বিবিসি











