শনিবার | ১৩ ডিসেম্বর | ২০২৫

বিদেশে অবস্থানরত আফগানদের দেশে ফেরার আহ্বান মাওলানা আব্দুল কবিরের

বিদেশে অবস্থানরত আফগানদের দেশে ফেরার আহ্বান জানিয়েছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের শরণার্থী ও প্রত্যাবাসনবিষয়ক মন্ত্রী মাওলানা আব্দুল কবির।

তিনি আফগান অভিবাসীদের নিজ দেশে ফিরে এসে স্বাধীনভাবে তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরায় শুরু করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা যদি বিদেশে সম্মান ও নিরাপত্তাহীন জীবনযাপন করেন, তাহলে স্বেচ্ছায় আফগানিস্তানে ফিরে আসুন এবং বিনিয়োগ করুন। জমি পুনরুদ্ধার করুন, কৃষির বিস্তার ঘটান, মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করুন এবং গমের দাম কমাতে সহায়তা করুন।

পাকতিয়া প্রদেশের এক মাদ্রাসায় দীক্ষান্ত অনুষ্ঠানে বক্তব্য দিয়ে গিয়ে তিনি এ আহ্বান জানান।

মাওলানা আব্দুল কবির বলেন, অতীতে আশ্রয়দাতা দেশগুলো যে সহায়তা আফগান শরণার্থীদের দিয়েছে, তা তাদের নিজস্ব স্বার্থ থেকেই দেওয়া হয়েছিল। আফগান শরণার্থীরা আশ্রয়দাতা দেশগুলোর জন্য কোনো বোঝা নয়; বরং তারা ওই দেশগুলোর অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

তিনি বলেন, “আফগানরা নিজেরাই তাদের জীবিকা নির্বাহ করে। তাদের কারখানা রয়েছে, দোকান রয়েছে। পৃথিবীর কোনো দেশই দাবি করতে পারে না যে আফগানরা বোঝা। আফগানরা কি কারও দরজায় দরজায় গিয়ে সাহায্য চেয়েছে? তারা কি চুরি-ডাকাতিতে লিপ্ত হয়েছে? আশ্রয়দাতা দেশগুলো আফগানদের কাছ থেকে কর আদায় করে এবং সেই অর্থ নিজেদের অর্থনীতি উন্নয়নে ব্যবহার করে।”

তার এই বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন প্রতিবেশী কয়েকটি দেশ আফগান অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর আহ্বান জানাচ্ছে এবং প্রায়ই তাদের আশ্রয়দাতা সমাজের জন্য বোঝা হিসেবে উপস্থাপন করছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img