বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া স্থাপনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা সীমান্তে সম্প্রতি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কাঁটাতারের বেড়া স্থাপনের চেষ্টা করে। পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় বিএসএফ ওই কাজ বন্ধ রেখেছে।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে উভয়পক্ষ সীমান্তে তাদের টহল জোরদার করেছে।

বিজিবির ফুলতলা ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্র জানায়, ফুলতলা সীমান্তের বটুলী এলাকার বিপরীতে ভারতের ত্রিপুরা রাজ্যের ধর্মনগরের রাঘনা এলাকা অবস্থিত। গত রোববার বিএসএফ তাদের সীমান্তের ৭০০ মিটার জায়গায় শূন্যরেখা থেকে ১৫০ গজের ভেতরে ১৮২৪ এর ৭ এস পিলারের উভয় পাশে কাঁটাতারের বেড়া স্থাপনের চেষ্টা চালায়।

এ পরিস্থিতিতে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে ওই দিনই বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। বৈঠকে বিজিবি বিএসএফকে বেড়া স্থাপনের কাজ বন্ধ রাখতে বললে বিএসএফ তাতে সম্মত হয়।

এ বিষয়ে বিজিবির ফুলতলা ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মো. শহীদুল ইসলাম জানান, আন্তর্জাতিক নিয়ম অনুসারে শূন্যরেখা থেকে ১৫০ গজের বাইরে বেড়া স্থাপনের কথা। কিন্তু বিএসএফ তা না মেনে ১৫০ গজের ভেতরে বেড়া স্থাপনের চেষ্টা চালায়। এ কারণে জরুরিভাবে পতাকা বৈঠক ডেকে তারা বিএসএফের কাছে আপত্তি জানান।

তিনি আরও বলেন, দুই বাহিনীর উচ্চপর্যায়ে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img