বুধবার | ২৪ সেপ্টেম্বর | ২০২৫

বিজিবির ১০০ কোটি টাকার মানহানি মামলায় এনজিও কর্মীর আত্মসমর্পণ

কক্সবাজারের টেকনাফ দমদমিয়া চেকপোস্টে ধর্ষণের মিথ্যা অভিযোগকারী ব্লাস্ট এনজিওকর্মীর বিরুদ্ধে বিজিবির করা চাঞ্চল্যকর ১০০ কোটি টাকার মানহানি মামলায় অভিযুক্ত ফারজানা আক্তার আদালতে আত্মসমর্পণ করেছেন।

বৃহস্পতিবার সকালে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে তিনি আত্মসমর্পণ করেন। আসামি পক্ষের আইনজীবীরা তার জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

গত ৮ অক্টোবর টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধীনস্থ দমদমিয়া চেকপোস্টে অটোরিকশা যাত্রী ব্লাস্ট এনজিও কর্মী ফারজানা আক্তারকে বিজিবির নারী সদস্যরা তল্লাশি করে। পরবর্তীতে তিনি বিজিবি সদস্যদের বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ এনে অপপ্রচার চালায়। এ অপপ্রচারের পরিপ্রেক্ষিতে গত ১০ নভেম্বর টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) কর্তৃক কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফারজানা আক্তারের বিরুদ্ধে ফৌজদারি ৫০০ ধারায় ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করে।

গত ২২ নভেম্বর টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশনস) শরিফুল কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ধর্ষণের মিথ্যা অভিযোগকারী ব্লাস্ট এনজিওকর্মীর বিরুদ্ধে বিজিবি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

তদন্ত প্রতিবেদনে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। গত ২২ নভেম্বর শুনানি শেষে আজ ১৪ জানুয়ারি আদালতে হাজির হওয়ার জন্য আসামির বিরুদ্ধে সমন জারি করে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহা. হেলাল উদ্দিনের আদালত।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img