বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যু ৩৭ হাজার ছাড়িয়েছে

spot_imgspot_img

তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে নিহতের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়ে গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযান শেষ হয়ে আসছে। তবে এর মধ্যেও অলৌকিক ঘটনা ঘটছে। সোমবার আরেকজনকে উদ্ধার করা হয়েছে। ১৩ বছর বয়সী এই বালককে ১৮২ ঘণ্টা পর উদ্ধার করা হয়।

তবে আর কাউকে সম্ভবত জীবিত উদ্ধারের আশা ছেড়ে দেওয়া হয়েছে।

এছাড়া ভয়াবহ ভূমিকম্পের আঘাতে ধসে পড়া ভবনের ধ্বংসস্তুপের নিচে প্রায় আট দিন ধরে আটকা থাকার পর অলৌকিকভাবে এক বালক ও ৬২ বছর বয়সী এক নারীকেও উদ্ধার করা হয়।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু পরিবেশিত খবরে বলা হয়, তুরস্কের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় হতাই প্রদেশে মুস্তাফা নামের সাত বছর বয়সের এক বালককে উদ্ধার করা হয়। এদিকে হতাইয়ের নুরদেগি থেকে নাফিজ ইলমাজ নামের এক বয়স্ক নারীকে উদ্ধার করা হয়। রোববার রাতে উদ্ধার হওয়ার আগে এ দুইজনই ১৬৩ ঘণ্টা আটকা পড়া অবস্থায় ছিলেন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img