সিরিয়ার পালমিরার কাছে ১১ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে নিষিদ্ধ সংগঠন দায়েশ। পাশাপাশি ৬৪ জনকে অপহরণ করেছে তারা। নিহতদের মধ্যে ১ জন মহিলাও রয়েছে।
সিরিয়ার সরকারি বার্তা সংস্থা ‘সানা’ জানিয়েছে, গত শনিবার (১১ ফেব্রুয়ারি) এ ঘটনাটি ঘটেছে।
বার্তা সংস্থা ‘সানা’ আরো জানিয়েছে, দায়েসের সদস্যরা শনিবার সন্ধ্যায় হোমসের পূর্ব গ্রামাঞ্চলের পালমিরা এলাকায় প্রায় ৭৫ জনের উপর হামলা চালায়। এতে সিরিয়ার সরকারি সদস্য ছাড়াও একজন মহিলা ও ১০ জন বেসামরিক লোক নিহত হয়। অবশিষ্ট লোকেরা এখনও নিখোঁজ।
উল্লেখ্য; ২০১৯ সালে সিরিয়ার বেশিরভাগ এলাকা থেকে দায়েশকে নির্মূল করা হয়। তবে এরপর থেকে দায়েশের সদস্যরা ইরাক সীমান্তের কাছে পাহাড়ী এলাকায় লুকিয়ে আছে।
সূত্র: মিডিল ইস্ট মনিটর