রবিবার | ২৮ ডিসেম্বর | ২০২৫
spot_img

রাফাহ’তে গণহত্যা চালাচ্ছে ইসরাইল: কিউবার প্রেসিডেন্ট

অবরুদ্ধ গাজ্জা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহ’তে মারাত্মক বোমা হামলায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের নিন্দা জানিয়েছে কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) এক এক্স বার্তায় কঠোর ভাষায় নিন্দা জানান তিনি।

তিনি বলেন, “গাজ্জার এমন একটি স্থানে বোমা হামলা ও গণহত্যা চালাচ্ছে ইসরাইল, যেখানে ১০ লাখেরও বেশি ফিলিস্তিনি আশ্রয় গ্রহণ করেছে। গাজ্জায় ইসরাইলি বাহিনী যা করছে সে বিষয়ে আমরা কঠোর ভাষায় নিন্দা জানাই।”

প্রসঙ্গত, আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতের রায় উপেক্ষা করে গত রবিবার গভীর রাতে রাফাহ শহরে বিমান হামলা চালায় দখলদার বাহিনী। এতে একশরও বেশি ফিলিস্তিনি শহীদ ও কয়েকশ আহত হয়েছে।

ফিলিস্তিনের বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়েছে, রবিবার মিশরের সীমান্ত এলাকার কাছে বাস্তচ্যুত ফিলিস্তিনিদের উপরেও বিমান হামলা চালানো হয়েছে।যদিও এই এলাকাটিকে নিরাপদ স্থান বলে ঘোষণা করেছিল দখলদার বাহিনী।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ