ফ্রান্সকে ৬০ এর দশকের পারমাণবিক অপরাধের দায় স্বীকার করে নেওয়ার আহবান জানিয়েছে আলজেরিয়া।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) উপনিবেশিক আমলে আলজেরিয়ায় ফ্রান্সের প্রথম পারমাণবিক পরীক্ষা বা অপরাধের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে দেশটির নিম্ন কক্ষ সংসদের স্পিকার ইবরাহীম বুগালী এই আহবান জানান।
তিনি বলেন, আমরা ফ্রান্সকে আলজেরিয়ায় তাদের পারমাণবিক অপরাধের সকল দায়-দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে স্বীকার করে নেওয়ার আহবান জানাচ্ছি। শুধুমাত্র রাজনৈতিক স্বীকৃতি গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। বরং এতে নৈতিকতার বিষয়টি উঠে আসতে হবে। নৈতিকতার দিক থেকেও ১৯৬০ এর ১৩ ফেব্রুয়ারিতে সংঘটিত অপরাধের স্বীকৃতি দিতে হবে। অপরাধের জন্য তাদের অনুতপ্ত হতে হবে। অপরাধের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
তারা এখানে ১৭টি পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছে। তাদের পারমাণবিক পরীক্ষাগুলো উপনিবেশিক ইতিহাসের একটি অন্ধকার অধ্যায়, যা এখনও তার কালো ছায়া ফেলে চলেছে। কেননা ভয়াবহ পরীক্ষাগুলোর ধ্বংসাত্মক প্রভাব পরিবেশ এবং মানবতার উপর এখনো প্রভাব ফেলছে।
ফ্রান্সকে তাদের ভয়াবহ পারমাণবিক পরীক্ষার শিকার হওয়া ব্যক্তিদের ক্ষতিপূরণ দিতে হবে। আলজেরিয়ার পরিবেশকে পারমাণবিক তেজস্ক্রিয়তা মুক্ত করতে ফ্রান্সকে অবশ্যই পারমাণবিক বর্জ্য পরিষ্কার করতে হবে। এছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ফ্রান্সকে এসবে বাধ্য করার আহ্বান জানান।
সংবাদমাধ্যমের তথ্যমতে, ১৯৬০ এর ১৩ ফেব্রুয়ারি নিজেদের সর্বপ্রথম পারমাণবিক পরীক্ষা চালায় ফ্রান্স। এর জন্য তারা উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়াকে বেছে নেয়, যেখানে তারা খেলাফত পরবর্তী সময়ে উপনিবেশ কায়েম করেছিলো। দেশটিতে ১৯৬৬ পর্যন্ত পারমাণবিক পরীক্ষা অব্যাহত রেখেছিলো তারা। পরীক্ষা-নিরীক্ষার লক্ষ্যে ৭ বছরে মোট ১৭টি পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটিয়েছিলো ইসলাম বিদ্বেষী দখলদার দেশটি।
সূত্র: মিডল ইস্ট মনিটর











