বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি | ২০২৬
spot_img

জনগণের প্রতি আমার শতভাগ বিশ্বাস আছে: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট ও মুসলিম বিশ্বের অন্যতম নেতা রজব তাইয়েব এরদোগান বলেছেন, আমি জনগণের মনের ভাষা বুঝি। জনসভাগুলোতে আসা মানুষের মনের ভাষা আমি পড়তে পেরেছি। তারা আমাকে বলেছেন, আপনি এগিয়ে যান- আমরা আছি আপনার সঙ্গে। আমি আমার জনগণকে কতটুকু ভালোবাসি তা তারা জানেন। এ জন্যই তাদের প্রতি আমার শতভাগ বিশ্বাস আছে।

গতকাল বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাতে সিএনএন তুর্ককে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এরদোগান এসব কথা বলেন।

এরদোগান বলেন, বিভিন্ন জরিপের পাশাপাশি আমার জনসভায় লোক সমাগমই বলে দিচ্ছে-আমার জয় নিশ্চিত।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ