দ্বিপাক্ষিক চুক্তির অংশ হিসেবে মালদ্বীপকে টি.সি.জি ভলকান (পি-৩৪৩) যুদ্ধজাহাজ উপহার দিতে যাচ্ছে তুরস্ক। এটি একটি ডোগান-শ্রেণির দ্রুত আক্রমণকারী জাহাজ। এই চুক্তির লক্ষ্য হলো দ্বীপ রাষ্ট্রটির সামুদ্রিক প্রতিরক্ষা কাঠামোকে আরো শক্তিশালী করা।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র বার্তা সংস্থা আনাদোলু’কে বিষয়টি নিশ্চিত করেছে।
আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, এই যুদ্ধ জাহাজটি তুরস্ক ও মালদ্বীপের মধ্যে স্বাক্ষরিত একটি বিস্তৃত সমঝোতা স্মারকের অংশ। এই চুক্তির আওতায় মালদ্বীপের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে উপকরণ সহায়তা ও প্রশিক্ষণও প্রদান করা হবে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, যুদ্ধজাহাজটি ইস্তাম্বুলের একটি নৌ নির্মাণ কারখানায় রয়েছে। ইতিমধ্যে জাহাজটির সকল কাজ সম্পন্ন হয়েছে। আশা করা হচ্ছে চলতি বছরের মাঝামাঝি সময়ের মধ্যেই তা মালদ্বীপের কাছে হস্তান্তর করা হবে।
যুদ্ধজাহাজটি পরিচালনার জন্য মালদ্বীপের নৌ কর্মীরা বর্তমানে তুরস্কে প্রশিক্ষণ গ্রহণ করছে। গত এপ্রিলে এই প্রশিক্ষণ শুরু হয়েছে। আগামী ৯ মে তা শেষ হবে।
উল্লেখ্য, জাহাজটি মালদ্বীপে পৌঁছানোর পর, তুর্কি নৌবাহিনীর একটি দল জাহাজটি সক্রিয় করতে সাহায্য করবে। হস্তান্তর প্রক্রিয়া শেষ হতে জুলাই মাস পর্যন্ত সময় লাগতে পারে।
সূত্র: তুর্কিয়ে টুডে