বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি | ২০২৬
spot_img

ভোট দিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে আজ (১৪ মে রবিবার) ইস্তাম্বুলে অবস্থিত উস্কুদারের একটি কেন্দ্রে ভোট প্রদান করেছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। এসময় তুরস্কের ফাস্ট লেডি এমিন এরদোগানও উপস্থিত ছিলেন। এছাড়াও ভোট কেন্দ্রের বাহিরে এরদোগানের সমর্থকেরা তখন উল্লাসে ফেটে পড়ে।

গত দুই দশক ধরে ক্ষমতায় রয়েছেন এরদোগান। তার শাসনকালের মধ্যে এবারই প্রথম সবচেয়ে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছেন তিনি। এবারের নির্বাচনকে দেশটির ইতিহাসে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করা হয়েছে।

প্রেসিডেন্ট নির্বাচনে এরদোগানের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বিরোধীদলীয় নেতা কামাল কিলিচদারোগ্লু। তিনি ন্যাটো সদস্যভুক্ত তুরস্ককে আরও পশ্চিমাপন্থি আর গণতান্ত্রিক অবস্থানের দিকে ফিরিয়ে আনতে চান।

এছাড়াও এরদোগানের প্রতিদ্বন্দ্বী আরো দুজন প্রার্থী হলেন মধ্য-বামপন্থী ও জাতীয়তাবাদী মুহাররাম ইঞ্জে ও ডানপন্থী জাতীয়তাবাদী সিনান ওয়ান।

উল্লেখ্য; তুরস্কের সাংবিধানিক নিয়ম অনুযায়ী, কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পেলে দ্বিতীয় রাউন্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ১ম ও ২য় স্থানে থাকা প্রার্থী পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করবেন ও এতে জয়ী প্রার্থীই বিজয়ী ঘোষিত হবেন।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ