বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি | ২০২৬
spot_img

বিশ্ব মা দিবসে এরদোগানের শুভেচ্ছা

বিশ্ব মা দিবসের শুভেচ্ছা জানালেন মুসলিম বিশ্বের প্রভাবশালী নেতা ও তুরস্কের প্রেসিডেন্ট পদে লড়াইরত এরদোগান।

রবিবার (১৪ মে) বিশ্ব মা দিবস উপলক্ষে একটি টুইট বার্তা দেন তিনি।

এরদোগান বলেন, কাছের দূরের সকল মায়েদের মা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। মায়েরা হলেন, ভালোবাসা, রহমত ও নি:সার্থ ভাবে কোনো কিছু ত্যাগের শ্রেষ্ঠ উদাহরণ। বিশেষত শহীদদের গর্বিত মায়েরা।

শহীদদের মায়েদের জন্য দু’আ করি, আল্লাহ পাক যেনো পৃথিবীর সকল শহীদের মায়েদের রহমতের চাদরে আবৃত করে নেন।

এছাড়া আজ সকাল থেকে এরদোগানের নেতৃত্বে শক্তিশালী অবস্থানে উঠে আসা দেশটিতে তাদের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

প্রেসিডেন্ট পদের লড়াইয়ের সবচেয়ে এগিয়ে থাকা দুই প্রতিদ্বন্দ্বী ইসলামপন্থী এরদোগান ও কট্টর সেক্যুলারবাদী কামাল কিলিচদার ওগলু তাদের নির্ধারিত স্থানে গিয়ে ভোট প্রদান করে এসেছেন।

সাবেক প্রেসিডেন্ট এরদোগান ইস্তাম্বুলের উস্কুদারের একটি কেন্দ্রে নিজের ভোট প্রদান করেছেন। এসময় তার স্ত্রী তুরস্কের ফার্স্ট লেডি আমিনা এরদোগানও তার সাথে ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছিলেন।

ভোট শেষে সংবাদমাধ্যমকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় ভোটের ব্যাপারে তিনি জানান, ওই এলাকাগুলোতেও সুষ্ঠভাবে ভোট গ্রহণের যথাযথ ব্যবস্থা নিয়েছে সর্বোচ্চ নির্বাচন কমিশন। শান্তিপূর্ণ ভাবেই তারা আজকের ভোটে অংশগ্রহণ করছেন। আশাকরি পুরো দেশে শান্তিপূর্ণ ভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য; তুরস্কের সাংবিধানিক নিয়ম অনুযায়ী, কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পেলে দ্বিতীয় রাউন্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ১ম ও ২য় স্থানে থাকা প্রার্থী পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করবেন ও এতে জয়ী প্রার্থীই বিজয়ী ঘোষিত হবেন।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ