পঙ্গু, অন্ধ ও অসুস্থ ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিতে বিশেষ ব্যবস্থা নিয়েছে তুরস্ক।
রবিবার (১৪ মে) দেশটির ভোট উপলক্ষে এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করে দেশটির সর্বোচ্চ নির্বাচনী সংস্থা।
অসুস্থ ও শারিরীক ভাবে অক্ষম ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করণার্থে মোবাইল ভোটিং বুথের ব্যবস্থা রেখেছে তারা। এই ব্যবস্থার ফলে যারা অত্যন্ত অসুস্থ, হাসপাতাল কিংবা ঘরের বিছানা ছেড়ে যেতে অক্ষম তাদের দোরগোড়ায় পৌঁছে যাবে বিশেষ বাক্স ও ব্যালট পেপার।
এছাড়াও রাখা হয়েছে ফ্রিতে অত্যাধুনিক সুবিধা সম্পন্ন অ্যাম্বুলেন্স ব্যবহারের ব্যবস্থা। সেসব অ্যাম্বুলেন্সে অসুস্থ ব্যক্তিদের সর্বোচ্চ স্বাস্থ্যসেবার বিষয়টি নিশ্চিত করে সম্পূর্ণ ফ্রিতে নিকটস্থ ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। আর ভোটকেন্দ্রেও তাদের অগ্রাধিকার দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
ব্রেইল পদ্ধতি ও বড় বড় অক্ষর ব্যবহার করে অন্ধ এবং যাদের চোখে সমস্যা তাদেরকেও ভোট প্রদানের ব্যবস্থা করে দিয়েছে দেশটির সর্বোচ্চ নির্বাচন কর্তৃপক্ষ।
বিশেষ ধরণের এসব ব্যালট পেপারের কারণে কারো সহযোগিতা ছাড়া অন্ধ এবং চোখে সমস্যাযুক্ত ব্যক্তিরা নিজেরাই নিজেদের পছন্দের প্রার্থীকে চিহ্নিত করতে পারবেন এবং ভোট প্রদানে সম্পূর্ণ স্বাধীনতা উপভোগ করতে পারবেন।
জানা যায়, নির্বাচনের দিন সকাল ৬:০০ থেকে রাত ২৩:৫৯ বা ১১: ৫৯ মিনিট পর্যন্ত মদ ও অ্যালকাহোল জাতীয় সব ধরণের পানীয় বিক্রি নিষিদ্ধ থাকবে। কেউ কোনো ধরণের অস্ত্র বহন করতে পারবে না। শুধুমাত্র রাষ্ট্র কর্তৃক নিরাপত্তার জন্য নিয়োজিত বাহিনী ও কর্মকর্তারাই অস্ত্র বহন করতে পারবে।
পার্ক, থিয়েটার, সিনেমা কমপ্লেক্স, ক্যাফে, বার ও কফিশপের মতো বিনোদনের জায়গাগুলোর পাশাপাশি অনলাইন ফুড এন্ড ব্রেভারেজ সার্ভিস এবং দর্শনীয় স্থানগুলো নির্বাচনের দিন বন্ধ রাখা হবে।
ঘটনাক্রমে রবিবার(১৪ মে) নির্বাচনের দিন কোনো বিয়ের আয়োজন হলে নির্বাচনী প্রক্রিয়ার সর্বশেষ সময় সন্ধ্যা ১৮:০০ বা ৬ টার পর থেকে অনুষ্ঠান শুরু করা যাবে। এই সময় পর্যন্ত কেউই জনমত জরিপ পরিচালনা করতে পারবে না। মিডিয়াতে ফলাফল এবং নির্বাচন সংশ্লিষ্ট কোনো মন্তব্য করা যাবে না।
রবিবার (১৪ মে) ১৮:০০ থেকে ২১:০০ এর মধ্যে অর্থাৎ সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯টার মধ্যে তুরস্কের সর্বোচ্চ নির্বাচনী সংস্থা সুপ্রিম ইলেকশন কমিটি নির্বাচন ও ফলাফল সংক্রান্ত খবর ও তথ্য প্রকাশ করবে। এরপর থেকেই পুরো দেশে আবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের সম্প্রচার কার্যক্রম শুরু করতে পারবে।
সূত্র: টিআরটি











