বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি | ২০২৬
spot_img

ভোট দিয়ে এরদোগান বললেন, ‘মহান আল্লাহর কাছে কল্যাণকর ফলাফল আশাকরি’

আজ রবিবার অনুষ্ঠিত হচ্ছে তুরস্কের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন।

এদিন সকালে বর্তমান প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ঐতিহাসিক বসফরাস প্রণালির তীর ঘেষা ইস্তাম্বুলের উস্কুদারের একটি কেন্দ্রে গিয়ে নিজের ভোট দেন। এসময় এরদোগানের সাথে ছিলেন স্ত্রী তুরস্কের ফার্স্ট লেডি আমিনা এরদোগান।

ভোট দেওয়ার পর সাংবাদিকদের সাথে আলাপকালে এরদোগান বলেন, “তুরস্ক জুড়ে নির্বিঘ্নে ভোট চলছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষেরা যাতে সুস্থ ও নিরাপদ ভাবে আজকের ভোটে অংশগ্রহণ গ্রহণ করতে পারে তা খুব গুরুত্বপূর্ণ ছিলো। ওই এলাকাগুলোতেও সুষ্ঠভাবে ভোট গ্রহণের যথাযথ ব্যবস্থা নিয়েছে সর্বোচ্চ নির্বাচন কমিশন। শান্তিপূর্ণ ভাবেই তারা আজকের ভোটে অংশগ্রহণ করছেন। এছাড়া তুরস্কের সামর্থ্যের জানান দিতে ভোটের জন্য সকলের উঠে দাঁড়ানোটা গুরুত্বপূর্ণ।”

তিনি বলেন, ”গণতান্ত্রিক তুরস্কের ভবিষ্যতের জন্য সবচেয়ে কল্যাণকর ফলাফল আশাকরছি মহান আল্লাহর কাছে।আশাকরি পুরো দিনটি শান্তিপূর্ণ থাকবে।”

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ