সুষ্ঠুভাবে শেষ হয়েছে তুরস্কের পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ।
আজ ১৪ মে রবিবার সকাল আটটায় শুরু হয় ভোটগ্রহণ এবং শেষ হয় স্থানীয় সময় বিকাল পাঁচটায়। তবে স্থানীয় সময় রাত ৯ টার আগে সংবাদমাধ্যমে নির্বাচনের ফলাফল সংক্রান্ত কোনও তথ্য প্রকাশ করা নিষিদ্ধ করেছে দেশটির নির্বাচন কমিশন।
এ নির্বাচনে তুরস্কের ৩০ টির ও বেশি রাজনৈতিক দল ও ১৫০ টি স্বতন্ত্র সংসদীয় প্রার্থী অংশগ্রহণ করেছে।
তুরস্কের এবারের নির্বাচনে নিবন্ধিত মোট ভোটারের সংখ্যা মোট ৬ কোটি ৪১ লাখ। যার মধ্যে নতুন ভোটার প্রায় পঞ্চাশ লাখের কাছাকাছি।
উল্লেখ্য, তুরস্কের জনগণ দেশটির গত ১০০ বছরের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এক নির্বাচনে ভোট প্রদান শেষ করেছেন। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই নির্ধারিত হতে যাচ্ছে দেশটিতে গত দুই দশক ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের ভবিষ্যৎ।
সূত্র: ডেইলি সাবাহ ও বিবিসি











