বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি | ২০২৬
spot_img

ভোট গ্রহণ শেষ | এরদোগান বললেন, ‘এখন সময় ব্যালট বাক্স রক্ষার’

তুরস্কের জনসাধারণকে ব্যালট বাক্স রক্ষার আহবান জানালেন প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

রবিবার (১৪ মে) দেশটিতে ভোটগ্রহণের চূড়ান্ত সময় শেষে এক টুইট বার্তায় এই আহবান জানান তিনি।

এরদোগান বলেন, “পরিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে দেশব্যাপী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটগ্রহণ সমাপ্ত হয়েছে। এখন সময় হয়েছে পূর্ণ উদ্যোমে ব্যালট বাক্স রক্ষা করার। চূড়ান্ত ফলাফল প্রকাশের আগ পর্যন্ত আমরা আমাদের সমর্থক ও দলের আশা-আকাঙ্ক্ষা রক্ষায় চেষ্টা চালিয়ে যাবো।”

উল্লেখ্য, আজ রবিবার (১৪ মে) তুরস্কের স্থানীয় সময় সকাল ৮ টা থেকে শুরু হয় দেশটির প্রেসিডেন্ট ও পার্লামেন্ট সদস্য নির্বাচনের চূড়ান্ত ভোটগ্রহণ যা শেষ হয় বিকাল ৫ টায়।

এ নির্বাচনে তুরস্কের ৩০ টিরও বেশি রাজনৈতিক দল ও ১৫০ টি স্বতন্ত্র সংসদীয় প্রার্থী অংশগ্রহণ করেছে।

তুরস্কের এবারের নির্বাচনে নিবন্ধিত মোট ভোটারের সংখ্যা মোট ৬ কোটি ৪১ লাখ। যার মধ্যে নতুন ভোটার প্রায় পঞ্চাশ লাখের কাছাকাছি।

উল্লেখ্য, তুরস্কের জনগণ দেশটির গত ১০০ বছরের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচিত হতে নির্বাচনের ফলাফলের অপেক্ষায় রয়েছেন। হয়তো এই ফলাফল তুরস্ক সহ পুরো মুসলিম বিশ্বের জন্য নিয়ে আসবে নতুন এক ভোরের। নয়তো উত্থান ঘটবে খেলাফত বিলুপ্তির পর আজান, কুরআন, হিজাব ও মুসলিম ঐতিহ্য নিষিদ্ধ করে আধুনিক তুরস্কের পিতা বনে যাওয়া কট্টর সেক্যুলার আতাতুর্কের একনিষ্ঠ অনুসারীদের।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ