আমেরিকার বোয়িং কোম্পানির কাছ থেকে ১৬০টি বিমান কিনবে কাতার এয়ারওয়েজ। য়ামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির মধ্যে এ চুক্তি সই হয়।
বুধবার (১৪ মে) কাতারের রাজধানী দোহায় এ চুক্তি সই হয়েছে।
বিমানগুলোর মোট মূল্য ২০০ বিলিয়ন ডলারেরও বেশি। ডোনাল্ড ট্রাম্প একে বোয়িং-এর ইতিহাসে ‘সবচেয়ে বড় অর্ডার’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, ‘এটা অসাধারণ। এটাই রেকর্ড।’
চুক্তি স্বাক্ষরের সময় কাতারের আমিরের সঙ্গে দুই ঘণ্টার বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত কয়েকটি চুক্তিও স্বাক্ষরিত হয়। কাতার আমেরিকার কাছ থেকে উন্নত প্রযুক্তির MQ-9B ড্রোনও কিনবে বলে জানানো হয়।
সূত্র : এএফপি