শনিবার | ২৭ ডিসেম্বর | ২০২৫
spot_img

ভারতে আকস্মিক বন্যা ও ভূমিধসে ৬ জনের মৃত্যু

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের একটি প্রত্যন্ত এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা ও ভূমিধসে ৬ জনের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১৪ জুন) রাজ্য সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা গোপীনাথ রাহা গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

গোপীনাথ রাহা বলেন, চীন সীমান্তবর্তী হিমালয়ের পাদদেশে অবস্থিত ভারতীয় পর্যটকদের কাছে জনপ্রিয় রাজ্য সিকিমের ক্ষতিগ্রস্ত এলাকার আশেপাশে আরও ৫ জন নিখোঁজ রয়েছে। তিস্তা নদীর বন্যার পানিতে রাস্তা ও সেতু ভেসে গেছে, ১৫০০ জনেরও বেশি পর্যটক সেখানে আটকা পড়েছে।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার সকালে তিস্তা নদীর পানি বিপদ সীমা ছাড়িয়ে গেছে। এতে সড়কের মারাত্মক ক্ষতি হয়েছে এবং যান চলাচল ব্যাহত হচ্ছে।

সিকিমের উত্তরাঞ্চলের বিভিন্ন পয়েন্টে ১শ টিরও বেশি যানবাহন বিধ্বস্ত হয়েছে।
মাঙ্গান জেলার পুলিশ সুপার সোনম ডিচু গণমাধ্যমকে বলেছেন, রাজ্যের উত্তরের কিছু অংশ দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। অনেক ঘরবাড়ি পানিতে ভেসে গেছে।

সিকিমের রাষ্ট্রীয় দুর্যোগ সংস্থা বলেছে, উদ্ধার অভিযান চলছে কিন্তু স্থানীয় মোবাইল ফোন নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হওয়ায় ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে।

সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং বলেছেন, তার সরকার ক্ষতিগ্রস্ত এবং পরিবারগুলোকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার জন্য কাজ করছে।

সূত্র : বাসস

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ