সোমবার | ১৫ সেপ্টেম্বর | ২০২৫

সিরিয়ার রাজধানীতে ইসরাইলি হামলা, নিহত ১

সিরিয়ার রাজধানী দামেস্ক এবং এর আশেপাশে বেশ কয়েকটি অবস্থানে হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এতে দেশটির স্বৈরশাসক বাশার আল-আসাদের একজন সৈন্য নিহত ও তিনজন আহত হয়েছে।

রবিবার (১৪ জুলাই) সিরিয়ার গণমাধ্যম এ কথা জানায়।

জানা যায়, গত মধ্যরাতের পর গোলান মালভূমি থেকে দক্ষিণ অঞ্চলের বেশ কয়েকটি সামরিক অবস্থান এবং দামেস্কের কাফর সুসা জেলার একটি আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়।

ইসরাইলি সেনাবাহিনী বলেছে, তারা সিরিয়ার ভূখণ্ড থেকে ইসরাইলে দুটি ড্রোন হামলার প্রতিক্রিয়ায় সিরিয়ার সামরিক কমান্ড সেন্টারের পাশাপাশি দেশটির সেনাবাহিনী এবং বিমান প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়।

সূত্র: সানা

spot_img
spot_img

এই বিভাগের

spot_img