মঙ্গলবার | ১৫ জুলাই | ২০২৫

তুরস্কে ভারী বর্ষণজনিত বন্যায় ৪৪ জনের মৃত্যু

spot_imgspot_img

তুরস্কের কৃষ্ণসাগর উপকূলবর্তী প্রদেশে ভারী বর্ষণজনিত বন্যায় ৪৪ জনের মৃত্যু হয়েছে।

রোববার কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

ব্যাপক বৃষ্টিপাতের ফলে বুধবার কৃষ্ণসাগর উপকূলে তুরস্কের উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে বন্যার প্রকোপ দেখা দেয়।

দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা বিষয়ক কর্তৃপক্ষ (এএফএডি) জানিয়েছে, বন্যায় কাসতামোনু প্রদেশে ৩৬ জন, সিনোপ প্রদেশে সাত জন এবং বার্টিন প্রদেশে একজনের মৃত্যু হয়েছে।

হেলিকপ্টার ও নৌকার সাহায্যে দুর্গত এলাকায় উদ্ধার তৎপরতা এবং ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ।

শুক্রবার বন্যাদুর্গত কাসতামোনু প্রদেশের বোজকুর্ত জেলা পরিদর্শনে যান প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। এ সময় তিনি শিগগিরই এই দুর্যোগের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠার আশাবাদ ব্যক্ত করেন।

উৎস, আনাদোলু

সর্বশেষ

spot_img
spot_img
spot_img