বুধবার | ১৬ জুলাই | ২০২৫

মুসলিম হিসেবে তুরস্ককে ভ্রাতৃত্বের দৃষ্টিতে দেখে তালেবান: সোহাইল শাহীন

spot_imgspot_img

তালেবানের মুখপাত্র সোহাইল শাহীন বলেছেন, মুসলিম হিসেবে আমরা তুরস্ককে ভ্রাতৃত্বের দৃষ্টিতে দেখি। আফগানিস্তানে কাজ করা তুরস্কের প্রকৌশলী এবং অন্যরা অনেক অবদান রেখেছেন। আমরা ভবিষ্যতে সম্পর্ক আরও শক্তিশালী এবং গভীর করতে চাই।

তুরস্কের হাবেরলের ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

আফগানিস্তানের সঙ্গে তুরস্কের গভীর সম্পর্কের কথা পুনরুল্লেখ করে তিনি বলেন, আমরা তুরস্কের সঙ্গে বিভিন্ন বিষয়ে সহযোগিতা করতে আগ্রহী। সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলোর মধ্যে অন্যতম হলো— শিক্ষা, অর্থনীতি পুনর্গঠন ও বিনিয়োগ।

তিনি আরও বলেন, তুরস্ক তালেবানের প্রতি যেমন আচরণ করবে, আমরাও প্রতিদানে ঠিক তেমনটাই করব। যদি তুরস্ক তাদের মুসলিম ভাই হিসেবে আমাদের দেখে, তবে তালেবান তাদের ক্ষেত্রেও এমন দৃষ্টিভঙ্গি পোষণ করবে এবং এ বিষয়টিকে সাধুবাদ জানাবে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img