শনিবার | ১২ জুলাই | ২০২৫

বিদেশী সহায়তা বন্ধ; আফগানিস্তানে ১০ লাখ শিশু মৃত্যুঝুঁকিতে: ইউনিসেফ

spot_imgspot_img

মার্কিন মদদপুষ্ট সাবেক কাবুল সরকারের পতনের মধ্য দিয়ে আফগানিস্তানের ক্ষমতা তালেবান গ্রহণ করার পর দেশটিতে সহায়তা বন্ধ করে দিয়েছে বিশ্বের অনেক দেশ। সদ্য যুদ্ধ শেষ করা দেশটিতে এ অবস্থায় চলতি বছর অন্তত ১০ লাখ শিশু তীব্র অপুষ্টিতে ভোগার পর যথাযথ চিকিৎসার অভাবে মারা যেতে পারে বলে সতর্ক বার্তা প্রকাশ করেছে জাতিসংঘের শিশু উন্নতি ও নিরাপত্তা সংস্থা ইউনিসেফ।

সোমবার (১৩ সেপ্টেম্বর) জেনেভায় আফগানিস্তানে মানবিক সংকট নিয়ে জাতিসংঘের মন্ত্রী পর্যায়ের বৈঠকে ইউনিসেফ এর নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোরে এ শঙ্কার কথা জানান।

তিনি বলেন, প্রায় ১০ মিলিয়ন মেয়ে ও ছেলে বেঁচে থাকার জন্য মানবিক সহায়তার ওপর নির্ভরশীল।

ইউনিসেফ এর নির্বাহী পরিচালক বলেন, চলতি বছর আফগানিস্তানে সংঘাতের কারণে ছয় লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। যার মধ্যে অর্ধেকেরও বেশি নারী ও শিশু।

এদিকে সোমবার যুদ্ধবাজ আমেরিকা আফগানিস্তানে ৬৪ মিলিয়ন মার্কিন ডলার (ছয় কোটি ৪০ লাখ) মানবিক সহায়তার ঘোষণা দেয়, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘের শরণার্থী সংস্থার মতো প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে দেওয়া হবে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img