মার্কিন মদদপুষ্ট সাবেক কাবুল সরকারের পতনের মধ্য দিয়ে আফগানিস্তানের ক্ষমতা তালেবান গ্রহণ করার পর দেশটিতে সহায়তা বন্ধ করে দিয়েছে বিশ্বের অনেক দেশ। সদ্য যুদ্ধ শেষ করা দেশটিতে এ অবস্থায় চলতি বছর অন্তত ১০ লাখ শিশু তীব্র অপুষ্টিতে ভোগার পর যথাযথ চিকিৎসার অভাবে মারা যেতে পারে বলে সতর্ক বার্তা প্রকাশ করেছে জাতিসংঘের শিশু উন্নতি ও নিরাপত্তা সংস্থা ইউনিসেফ।
সোমবার (১৩ সেপ্টেম্বর) জেনেভায় আফগানিস্তানে মানবিক সংকট নিয়ে জাতিসংঘের মন্ত্রী পর্যায়ের বৈঠকে ইউনিসেফ এর নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোরে এ শঙ্কার কথা জানান।
তিনি বলেন, প্রায় ১০ মিলিয়ন মেয়ে ও ছেলে বেঁচে থাকার জন্য মানবিক সহায়তার ওপর নির্ভরশীল।
ইউনিসেফ এর নির্বাহী পরিচালক বলেন, চলতি বছর আফগানিস্তানে সংঘাতের কারণে ছয় লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। যার মধ্যে অর্ধেকেরও বেশি নারী ও শিশু।
এদিকে সোমবার যুদ্ধবাজ আমেরিকা আফগানিস্তানে ৬৪ মিলিয়ন মার্কিন ডলার (ছয় কোটি ৪০ লাখ) মানবিক সহায়তার ঘোষণা দেয়, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘের শরণার্থী সংস্থার মতো প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে দেওয়া হবে।