শনিবার, জুন ২১, ২০২৫

তালেবানের ওপর হামলা করার সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৯ আফগান সেনা নিহত

spot_imgspot_img

আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে তালেবানের ওপর হামলায় নিয়োজিত দুটি সামরিক হেলিকপ্টারের সংঘর্ষে দেশটির মার্কিন মদদপুষ্ট সরকারের অন্তত নয় সেনা সদস্য নিহত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) মার্কিন মদদপুষ্ট আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে বলে দেশটির সংবাদমাধ্যম টোলো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে।

বিবৃতিতে দাবি করা হয়, যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে নাভা জেলায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। ওই অঞ্চলে তালেবানকে ঠেকাতে যুদ্ধ করছে আফগান বাহিনী।

গত কয়েক দিন ধরে হেলমান্দ প্রদেশে মার্কিন মদদপুষ্ট আফগান সরকারি বাহিনী ও তালেবানদের মধ্যে তুমুল লড়াই চলছে। এতে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে। গত সোমবার (১২ অক্টোবর) মার্কিন বাহিনীর সহযোগিতায় আফগান সরকারি বাহিনীর হামলায় ৭০ জনের বেশি তালেবান ইন্তেকাল করেছেন।

তালেবান বিরোধী লড়াইয়ে নিয়োজিত থাকার সময় বুধবার এমআই-১৭ মডেলের হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হয়। হেলমান্দের রাজধানী লস্করগাহ শহরে কমান্ডোদের পৌঁছে দেয়া এবং আহত সেনাদের ফিরিয়ে নেয়ার কাজ করছিল হেলিকপ্টার দুটি। স্থানীয় প্রাদেশিক গভর্নর ওমর জোয়াক নাওয়া জেলায় হেলিকপ্টার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img