আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই সঙ্গে দুই দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে চীন।
সোমবার (১৩ অক্টোবর) এক সংবাদ সম্মেলন থেকে এ আহ্বান জানায় চীন
চীন এ অঞ্চলে বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করতে উভয় দেশের প্রতি তাদের অঙ্গীকার রক্ষার গুরুত্বও স্মরণ করিয়ে দিয়েছে। আফগান সরকারের কিছু পদক্ষেপের জবাবে পাকিস্তান একাধিক বাণিজ্যপথ বন্ধ করে দেওয়ার পর চীন এই উদ্বেগ জানায়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, “আফগানিস্তান ও পাকিস্তানের উচিত নিজেদের সমস্যাগুলো সংলাপের মাধ্যমে সমাধান করা।”
এদিকে ইসলামিক আমিরাতের (আফগানিস্তানের সরকার) কর্মকর্তারা জানিয়েছেন, ইসলামী দেশগুলোর আহ্বানে সাড়া দিয়ে তারা গতরাতে সব ধরনের হামলা বন্ধ রেখেছেন। কর্মকর্তারা বলেন, “আফগান সরকার আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে মনোযোগী।”
সূত্র: হুরিয়াত রেডিও