বিশেষজ্ঞ বলছেন, গাজ্জার বাস্তবতা স্পষ্টভাবে দেখায় যে, এ অঞ্চলে শৃঙ্খলা বজায় রাখা এবং কার্যকর শাসন পরিচালনার সক্ষমতা একমাত্র হামাসেরই রয়েছে।
ইসরাইলি গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, গাজ্জা উপত্যকায় হামাস বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখা যাচ্ছে। তাদের মতে, এই উপস্থিতি প্রমাণ করে যে, অন্য কোনো গোষ্ঠী এ অঞ্চলে শৃঙ্খলা বা প্রশাসন পরিচালনায় সক্ষম নয়।
এদিকে, যুদ্ধবিরতি শুরু হওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে হামাসের নিরাপত্তা বাহিনী দ্রুত গাজ্জার সড়কগুলোতে ফিরে এসেছে বলে সংবাদ সূত্রগুলো জানিয়েছে।
দ্য ইসরাইল টাইমস পত্রিকা জানিয়েছে, হামাস সরকারের বিবৃতির পর গোষ্ঠীটির নিরাপত্তা বাহিনী আবারও গোটা গাজ্জা উপত্যকাজুড়ে মোতায়েন হয়েছে।
পত্রিকাটির তথ্যমতে, ইসরাইলি সেনাবাহিনী সম্প্রতি যেসব এলাকা থেকে সরে গেছে, সেসব অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ এখন হামাসের হাতে।
সূত্র: হুরিয়াত রেডিও











