রামাল্লার নুর শামস শিবিরের বাসিন্দা সদ্য মুক্ত ফিলিস্তিনি বন্দি বাহা শাবরাউই জানিয়েছেন, কারাগার থেকে স্থানান্তরের মাত্র আধা ঘণ্টা আগে তাকে মুক্তির খবর জানানো হয়। তিনি বলেন, “এখনো, আমি শপথ করে বলছি, বিশ্বাস করতে পারছি না। আমি চেয়েছিলাম ওফের কারাগারের হলুদ ফটক দিয়ে হেঁটে বের হতে।”
আল জাজিরাকে দেওয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে শাবরাউই জানান, তিনি ৩৫ বছরের সাজাপ্রাপ্ত ছিলেন, যার মধ্যে ২৪ বছর কারাভোগ করেছেন। এ সময়েই তার মা-বাবা দুজনেই মৃত্যুবরণ করেন।
তিনি আরও বলেন, “মানুষের ভালোবাসায় যে উষ্ণ অভ্যর্থনা পেয়েছি, তাতে আমি অভিভূত। ভেবেছিলাম আমি শক্ত থাকব, কাঁদব না, কিন্তু আল্লাহর কসম, সেই দৃশ্য দেখে নিজেকে ধরে রাখতে পারিনি, ভেঙে পড়েছিলাম।”
শাবরাউই জানান, গত দুই বছর ধরে ইসরাইলি কারাগার কর্তৃপক্ষ বন্দিদের বাইরের জগত থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রেখেছিল।
তিনি বলেন, “রামাল্লার পথে আমি বারবার জিজ্ঞেস করছিলাম, খবর কী? বাইরে কী ঘটছে?”
তিনি বন্দিদের পরিস্থিতি নিয়ে বলেন “অত্যন্ত কঠিন ও দুর্বিষহ” এবং “তাদের জন্য দোয়া ও সহায়তা দরকার।”
শাবরাউই আরও উল্লেখ করেন, ইসরাইলি কারাগারে বর্তমানে ২০ থেকে ৩০ বছর বয়সী বহু তরুণ আজীবন কারাদণ্ড ভোগ করছেন।
সূত্র: মিডিল ইস্ট মনিটোর