লেবাননের দক্ষিণাঞ্চলে শিয়া সশস্ত্র গোষ্ঠি হিজবুল্লাহর হামলায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের ছয়জন সেনা নিহত হয়েছে। আহত হয়েছে একাধিক সেনা।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বরাতে সংবাদ মাধ্যম টাইমস অব ইসরাইল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ইসরায়েলি সেনাবাহিনীর ছয় সদস্য নিহত হয়েছেন। হিজবুল্লাহর যোদ্ধাদের সঙ্গে চলমান তীব্র সহিংসতার মাঝে দক্ষিণ লেবাননে এই লড়াইয়ের ঘটনা ঘটেছে।
আইডিএফ জানায়, দক্ষিণ লেবাননের সীমান্তের ওপারের একটি গ্রামে প্রবেশের সময় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানকার একটি ভবনে আগে থেকে লুকিয়ে থাকা হিজবুল্লাহর যোদ্ধাদের হামলায় ইসরায়েলি সৈন্যরা প্রাণ হারিয়েছেন। গত সেপ্টেম্বরের শেষের দিকে শুরু হওয়া বিস্তৃত অভিযানের পর এটিই ইসরায়েলি বাহিনীর এক দিনে দ্বিতীয় সর্বোচ্চসংখ্যক সৈন্যের প্রাণহানির ঘটনা।











