ইমারাতে ইসলামিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বারাদার বলেছেন, আফগানিস্তান উন্নয়ন ও আত্মনির্ভরতার পথে দ্রুত অগ্রসর হচ্ছে। পাঞ্জশির প্রদেশে পারান্দা জলবিদ্যুৎ বাঁধের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তিনি জ্বালানি খাতে আত্মনির্ভরতা এবং আফগানিস্তানকে বিদ্যুৎ রপ্তানিকারক দেশে পরিণত করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন।
মোল্লা বারাদার বলেন, “আমরা সবাই প্রত্যক্ষ করছি যে আফগানিস্তান উন্নয়ন ও আত্মনির্ভরতার দিকে দ্রুতগতিতে এগিয়ে চলেছে।”
তিনি আরও বলেন, “ইমারাতে ইসলামিয়ার দৃঢ় সংকল্প হলো, আফগানিস্তানকে বিভিন্ন খাতে আত্মনির্ভরতার পর্যায়ে পৌঁছে দেওয়া। এটা কোনো শ্লোগান নয়, বরং একটি বাস্তব কর্মপরিকল্পনা। কারণ আপনারা সবাই দেখছেন, দেশের ভেতর এক সপ্তাহে একটি প্রকল্পের কাজ শুরু হয় এবং পরের সপ্তাহেই আরেকটি প্রকল্প উদ্বোধনের পর্যায়ে পৌঁছে যায়।”
মোল্লা বারাদার স্পষ্ট করে জানান, ইমারাতে ইসলামিয়া জ্বালানি খাতে আত্মনির্ভরতা অর্জনকে তাদের মৌলিক অগ্রাধিকারগুলোর একটি হিসেবে নির্ধারণ করেছে।
তার ভাষায়, “অদূর ভবিষ্যতে আমরা প্রত্যক্ষ করব যে আফগানিস্তান শুধু বিদ্যুৎ আমদানির প্রয়োজনমুক্তই হবে না, বরং অন্যান্য দেশেও বিদ্যুৎ রপ্তানি করতে সক্ষম হবে।”
তিনি আরও বলেন, “আফগানিস্তানে বিদ্যুৎ উৎপাদনের বিপুল সম্পদ রয়েছে। কুনার নদী থেকে শুরু করে হেলমন্দ ও ফারাহর রৌদ্রোজ্জ্বল সমভূমি, হেরাত ও নিমরোজের তীব্র গতির বাতাস, সবকিছুই আল্লাহ তা’আলা আমাদের জন্য দান করেছেন।”
সূত্র : আরটিএ









