বুধবার | ১২ নভেম্বর | ২০২৫

ফেসবুক ডটকম ডটবিডি ডোমেইন ব্যবহারে নিষেধাজ্ঞা

ফেসবুক ডটকম ডটবিডি নামে ডোমেইনটি বাংলাদেশে ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

ফেসবুক কর্তৃপক্ষের দায়ের করা একটি মামলার গ্রহণযোগ্যতার শুনানি শেষে সোমবার ঢাকার জেলা জজ শওকত আলী চৌধুরী এই অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন।

মামলার পরবর্তী তারিখ রাখা হয়েছে আগামী ৯ মার্চ। সে পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ হবে।

একই সঙ্গে এ বিষয়ে একটি শোকজ নোটিশও দেওয়া হয়েছে ডোমেইনটি রেজিস্ট্রি করা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। আগামী ১৫ দিনের মধ্যে এই নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

ফেসবুক কর্তৃপক্ষের নিয়োগ করা আইনজীবী ব্যারিস্টার মোকছেদুল ইসলাম গত ২৩ নভেম্বর এ-ওয়ান সফটওয়্যার লিমিটেড ও এসকে শামসুল আলম নামে এক ব্যক্তির বিরুদ্ধে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে এ মামলা দায়ের করেন। বিবাদীদের কাছ থেকে ৫০ হাজার ডলার ক্ষতিপূরণ চাওয়া হয় সেখানে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img