রবিবার | ২৮ ডিসেম্বর | ২০২৫
spot_img

গাজ্জাবাসীকে নতুন করে ‘দীক্ষা দেওয়ার’ সময় এসেছে: ইসরাইলী রাষ্ট্রদূত

ব্রিটেনে নিযুক্ত ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের রাষ্ট্রদূত জিপি হটোভলি বলেছেন, গাজ্জাবাসীকে নতুন করে ‘দীক্ষা দেওয়ার’ সময় এসেছে।

বুধবার (১৩ ডিসেম্বর) স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাতকারে এ মন্তব্য করেন তিনি। লন্ডনে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ার আগে ইসরাইলী ওই রাষ্ট্রদূত নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টির নেতা ছিলেন।

তিনি আরও বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি ও জাপানের নাগরিকদেরকে নতুন করে দীক্ষা দেওয়ার মাধ্যমে ওই দুই দেশের নাগরিকদের ইহুদি-বিরোধী মনোভাব যেভাবে বিলুপ্ত করা হয়েছে গাজ্জাবাসীর পাঠ্যবই নতুন করে বিন্যাসের মাধ্যমে একই কাজ করতে হবে।

জিপি হটোভলি ফিলিস্তিনি ভূখণ্ডে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেন।

তিনি কেন ‘দুই রাষ্ট্র-ভিত্তিক’ সমাধানকে সমর্থন করছেন না- সাংবাদিকের এমন প্রশ্নে জিপি হটোভলি বলেন, আপনি কেন বারবার এমন একটি ফর্মুলা নিয়ে কথা বলার চেষ্টা করছেন যা কখনও কাজ করেনি? ওই ফর্মুলা তো ফিলিস্তিনিদের মধ্যে হামাসের মতো ‘উগ্রবাদী’দের জন্ম দিয়েছে।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ