সোমবার | ১৫ ডিসেম্বর | ২০২৫

আধুনিক ও ধর্মীয় সব ধরনের জ্ঞান অর্জন করুন: মাওলানা ইয়াকুব

ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান অর্জনের গুরুত্বের ওপর জোর দিয়েছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মাওলানা মোহাম্মাদ ইয়াকুব মুজাহিদ।

তিনি বলেন, “আপনাদের সন্তানদের অশিক্ষিত থাকতে দেবেন না। আধুনিক ও ধর্মীয়, সব ধরনের জ্ঞান অর্জন করুন।”

কান্দাহার প্রদেশে একটি মাদ্রাসার গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মাওলানা ইয়াকুব বলেন, ইমারাতে ইসলামিয়া জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে কিছু বাহিনী সীমান্ত রক্ষায় নিয়োজিত রয়েছে, আর অন্য বাহিনীগুলো মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করছে।

অনুষ্ঠানে তিনি সমাজের সকল স্তরের মানুষকে শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সূত্র: আরিয়ানা নিউজ

spot_img
spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img