ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক বিজ্ঞানের প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের নেতৃত্বাধীন তালেবান সরকার।
আফগানিস্তারের খোস্ত প্রদেশে এক অনুষ্ঠাতে পাঠানো অডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন গোয়েন্দা বিভাগের ডেপুটি ইন্টেলিজেন্স প্রধান মোল্লা তাজমির জাওয়াদ।
তিনি বলেন, বর্তমানে আফগানিস্তানে দশ হাজারেরও অধিক সক্রিয় মাদ্রাসা রয়েছে, যেখানে বিপুল সংখ্যক তরুণ শিক্ষা গ্রহণ করছে। ইমারাতে ইসলামিয়া ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক বিজ্ঞানের প্রতিও বিশেষ গুরুত্ব দিচ্ছে।
অডিও বার্তায় আফগানিস্তানের ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, আফগানিস্তান দীর্ঘদিন ধরে ধর্মীয় শিক্ষা ও জ্ঞানচর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত, যা মাওয়ারাউন্নাহ (ট্রান্সঅক্সিয়ানা) ও দেওবন্দি চিন্তাধারার প্রভাবে গড়ে উঠেছে।
মোল্লা বলেন, ইমারাতে ইসলামিয়া মাদ্রাসার পাঠ্যক্রম সংস্কার, শিক্ষাদান পদ্ধতির উন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং সামগ্রিকভাবে শিক্ষার মান উন্নত করার ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দিচ্ছে।
সূত্র: আরিয়ানা নিউজ










